বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন ট্রাক চালক আহত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার নোয়ারাই এলাকায় লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানীর ট্রাক পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত চালক আতিকুর রহমান (২৮) ও সোহাগ মিয়া (২৫), সাবেল আহমদ (২১) ও কাউছার (২২)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেলা আড়াইটায় রহমতভাগ এলাকার আশিক মিয়ার পুত্র কাউছারের সাথে ফেরিঘাটে গাড়ি উঠানো নিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের আশক আলীর পুত্র সাজু মিয়ার কথা কাটাকাটি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানীর ট্রাক পার্কিং এলাকায় প্রতিপক্ষের লোকজন ট্রাক চালকদের উপর হামলা চালায়। এতে আহত হয় হাসনাবাদ গ্রামের ইমান আলীর পুত্র আতিকুর রহমান, পৌরসভার মন্ডলীভোগ এলাকার আকবর আলীর পুত্র সোহাগ মিয়া, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের শানুর আলীর পুত্র সাবেল আহমদ ও রহমতভাগ এলাকার আশিক আলীর পুত্র কাউছার। আহতরা সকলেই লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানীর সিমেন্ট পরিবহনকারী ট্রাক চালক। হামলাকারীরা এ সময় রেস্ট রুমের দরজাও ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।