নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক দল। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইব্রাহিম চেঙ্গিসের নেতৃত্বে ৪০ সদস্যের দলটি যাবে কোলকাতায়। সেখানে ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ৩২তম ওয়েস্ট বেঙ্গল আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের সাবেক পুরুষ ও মহিলা অ্যাথলেটরা (৩৫-৮০ বছর) অংশ নিবেন। ওয়েস্ট বেঙ্গল আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ২২৫টি ইভেন্টে দুই বাংলার প্রায় হাজারখানেক সাবেক অ্যাথলেটরা খেলবেন। প্রতিযোগিতা শেষে ১৫ নভেম্বর ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ দল। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।