Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে জয় দেখলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বিশ্বকাপে জয় যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। সর্বশেষ তারা জিতেছিল সেই ২০০৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কেটে গেছে ৪৭৫৫ দিন, বছরের হিসেবে প্রায় ১৩ বছর। এর মাঝে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হেরেছে পাকিস্তানের মেয়েরা। অবশেষে সেই ‘কুফা’ কাটলো। সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই জয়ের মুখ দেখলো পাকিস্তান। গতকাল হ্যামিল্টনে নারী বিশ্বকাপের দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচে পরিণত হয়। কার্টেল ওভারের এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান।
বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে মাত্র ৮৯ রানেই থেমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান (৩৫ বলে) করেন ওপেনার দিয়েন্দ্রো ডটিন। অধিনায়ক স্টেফান টেলর করেন ৩১ বলে ১৮। পাকিস্তানের নিদা দার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। জবাবে ওপেনার সিদ্রা আমিন অল্প রানে (৮) ফিরলেও আরেক ওপেনার মুনিবা আলি করেন ৩৭ রান (৪৩ বলে)। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ আর উমাইমা সোহেলের ৩৯ বলে ৩৩ রানের জুটিতে জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের। উমাইমা ২৭ বলে ২২ আর বিসমাহ ২৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন। মজার ব্যাপার হলো, ১৩ বছর আগে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়া পাকিস্তানের জয়ী দলের একমাত্র সদস্য এই বিসমাহই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে জয় দেখলো পাকিস্তান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ