Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের কোলে ফিরল শিশু সাদিয়া

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের কলেজ রোডের সিঁড়ির পাশের রাস্তায় কুঁড়িয়ে পাওয়া নবজাতক সাদিয়া নামের শিশুটি অবশেষে তার মায়ের কোলে ফিরেছে। তবে জন্মদাত্রী মায়ের কোলে নয়। নতুন বাবা-মায়ের কাছে ফিরেছে শিশুটি। যশোরের এক ব্যবসায়ী দম্পতির কোলে সাদিয়াকে তুলে দেয়া হয়েছে।
প্রায় ১৮ দিন আগে উপজেলার বাগআঁচড়া বাজারের কলেজ রোডের সিঁড়ির পাশের রাস্তায় কুঁড়িয়ে পাওয়া শিশুটি গত ১৮ দিন শিশুটি স্থানীয় একটি পরিবারের কাছে ছিল। এখনো শিশুটির অভিভাবকদের খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে বাগআঁচড়া বাজারের আহসান হাবিবের স্ত্রী মৌসুমি আক্তার মাতৃস্নেহে তাকে রেখেছেন নিজের কাছে। ইতোমধ্যে শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ নেয়া হচ্ছে বলে জানান স্থানীয় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
তিনি বলেন, গত ২১ অক্টোবর বাগআঁচড়া বাজারের কলেজ রোডের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওদুদের চারতলা বাড়ির সিড়ির পাশে নবজাতককে কাঁদতে দেখে আমাকে খবর দেয়া হয়। কুঁড়িয়ে পাওয়া শিশুটিকে তখন বাগআঁচড়ার জোহরা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়ার পর আহসান হাবিবের তত্ত¡াবধানে রাখা হয়। স্থানীয়ভাবে নবজাতকের বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে। খোঁজ পাওয়া গেলে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়া হবে। আর না পাওয়া গেলে নতুন বাবা-মার কাছে থাকবে শিশুটি।
শিশুটির নতুন মা মৌসুমি আক্তার বলেন, আমার স্বামী শিশুটিকে কোলে তুলে দেন। আমার এক কন্যা সন্তান রয়েছে। তারপরও এই শিশুকে কোলে পেয়ে আমি আনন্দিত। তার নাম রেখেছি সাদিয়া। আমি মায়ের স্নেহে বড় করে মানুষের মতো মানুষ করবো সাদিয়াকে। সাদিয়ার বাবা আহসান হাবিব বলেন, প্রায় প্রতিদিনই বহু মানুষ এক নজর দেখে যান শিশুটিকে। অনেকে নিতেও চাচ্ছেন। কিন্তু আমরা সাদিয়াকে কারো কাছে দিতে চাই না। আমাদের পাঁচ বছরের মেয়ের নাম সামিয়া। তার নামের সঙ্গে মিলিয়ে এর নাম রেখেছি সাদিয়া। সামিয়ার মতো সাদিয়াও আমাদের সংসার আলোকিত করবে এটাই আশা।
বাগআঁচড়ার জোহরা মেডিক্যাল সেন্টারের গাইনি চিকিৎসক ডা. নাজমুন নাহার রানী বলেন, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর থেকে এখন নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ের কোলে ফিরল শিশু সাদিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ