মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপের বৃহত্তম অর্থনীতি রাশিয়ার শক্তির উৎসের ওপর কম নির্ভরশীল হতে চায় জার্মানি। সেই লক্ষ্যে কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শক্তি অংশীদারিত্বে পৌঁছেছে দেশটি। খবর প্রকাশ করেছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী হচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনে রুশ হামলার পর থেকে মস্কোর শক্তির ওপর কমাতে শুরু করেছে বার্লিন। সে জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন জার্মান অর্থনীতিমন্ত্রী রবার্ট হ্যাবেক। রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন রবার্ট হ্যাবেক। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতে উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন। এদিকে, চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির অর্থনীতি মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, যে সংস্থাগুলোকে নিয়ে হ্যাবেক (জার্মান অর্থনীতিমন্ত্রী) কাতারে এসেছে, তারা এখন কাতারি পক্ষের সঙ্গে চুক্তির আলোচনা করবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।