বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযানে ইটের সাইজ কম পাওয়ার অভিযোগে একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ির গোপিনাথপুরের মেসার্স মা ব্রিকস (গগই) নামের একটি ইটভাটায় স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী ইটের (ক্লেব্রিকস) সাইজ কম পাওয়া যাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ্ত রায় দীপন, এসি ল্যান্ড, পলাশবাড়ী, গাইবান্ধা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।