Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ৫

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:২২ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নগরীর বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধুনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর পুত্র হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আবদুল মাজেদের পুত্র হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়া নওশের আলীর পুত্র খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের ফারুক জাহানের পুত্র রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর পুত্র মনছুর আলী (২৩)। হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী প্রাইভেটকারের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। আহত অবস্থায় হুয়ামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত ৪ জনের লাশ বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ