Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটরসাইকেলে প্রাণ গেল ২ বন্ধুর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার বিকালে মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়কের ভাওড়া নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রুপম খান (১৮) উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের রবিন খানের ছেলে ও একই গ্রামের খোকন খানের ছেলে নিশাত খান (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে রুপম তার বন্ধু নিশাতকে নিয়ে মোটরসাইকেলে করে মির্জাপুরের দিকে রওনা দেন। মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়কের ভাওড়া নয়াপাড়া এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে রুপম খান নিহত হয়।

গুরুতর অবস্থায় নিশাত খানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।

গুরুতর অবস্থায় নিশাত খানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।

সোমবার সকাল ৯টায় নিহতের নিজ গ্রাম সাফর্তা ঈদগাহ মাঠে জানাজা শেষে সাফর্তা সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনতা ট্রাকচালক আজিজুল হককে আটক করে থানায় সোপর্দ করে। নিহতের পক্ষের কোনো অভিযোগ না থাকায় ট্রাকচালককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ