Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হ্যান্ডবলে সেরা বিজিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেরা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল ১১টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩৭-৩০ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-১২ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন বিজিবির মেহেদী সর্বোচ্চ ১১টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক তারিকুর টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ফাইনাল শেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বিওএর উপ-মহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাজী রোমানা নাসরিন এবং সম্পাদক মো. মকবুল হোসেন। এর আগে গত ১৬ মার্চ আসরের নারী বিভাগের ফাইনালে জামালপুর টিএসটি লায়নকে ৩৯-২২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ আনসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবলে সেরা বিজিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ