Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড ঋণের বোঝা মাথায় নিতে হবে প্রেসিডেন্টকে

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিছুদিন পর হোয়াইট হাউস ছাড়বেন বারাক ওবামা। নতুন যিনি আসছেন, তাঁর জন্য তিনি রেখে যাচ্ছেন ১৪ লাখ কোটি ডলারের ঋণের বোঝা। নতুন প্রেসিডেন্টকে এ ঋণ মাথায় নিয়ে শুরু করতে হবে যাত্রা। নিজের উত্তরসূরির জন্য বিশাল অঙ্কের ঋণ রেখে যাচ্ছেন ওবামা। যা মার্কিন ইতিহাসে রেকর্ড। ব্লুমবার্গ জানাচ্ছে, ক্ষমতায় আসার পর বারাক ওবামা কিছু সুবিধা পেয়েছিলেন। আর ওই কারণে ১৯৩০ সালের পর মার্কিন অর্থনীতিতে আসা বিরাট ধাক্কা সামলাতে পেরেছিলেন। ফেডারেল রিজার্ভ সুদের হার কম রেখেছিল। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশটির প্রতি আগ্রহ হারায়নি। বিশেষ করে চীনের বিনিয়োগকারীদের ভূমিকা ছিল অসাধারণ। কিন্তু দিন বদলে গেছে। সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফেডারেল রিজার্ভ। এই সময়েই মার্কিন বন্ডের সুদের হার সর্বোচ্চ পর্যায়ে আছে। সরকারের ঋণের বোঝা ওবামার সময়ে এসে দ্বিগুণ হয়েছে। ঋণের পরিমাণ এখন রেকর্ড পরিমাণ যা প্রায় ১৪ ট্রিলিয়ান ডলারের মতো। বাড়ছে ঘাটতি বাজেটের পরিমাণ। ২০১৩ সালের পর মার্কিন ট্রেজারিতে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমতে শুরু করেছে। গবেষণা প্রতিষ্ঠান ইয়ারডেনি রিসার্চের প্রেসিডেন্ট এডওয়ার্ড ইয়ারডেনি বলেন, আমরা (মার্কিনিরা) খুব খারাপ অবস্থায় আছি। এতদিন ধরে আমরা চলার মধ্যেই আছি। কিন্তু হঠাৎই সামনে দেয়াল দেখা যাচ্ছে। কাজেই এ ব্যাপারগুলো পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াবে। বিশ্বের সবচেয়ে দৃঢ় বন্ড বাজারের ভবিষ্যৎ নিয়েও উভয়কে ভাবতে হবে। খুব একটা ভরসা পাচ্ছেন না অর্থনীতিবিদরা। দুর্বল রাজস্বনীতি ঋণের বোঝা আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তাঁদের। ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড ঋণের বোঝা মাথায় নিতে হবে প্রেসিডেন্টকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ