মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চতুর্থ মেয়াদে নিকারাগুয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ড্যানিয়েল ওর্তেগা। তবে এবার চমক হয়ে সরকারে আসছেন তার স্ত্রী রোসারিও মুরিলো। ৬৬ শতাংশ গণনাকৃত ভোটের হিসাবে প্রায় ৭৩ শতাংশ ভোট পেয়েছেন ওর্তেগা। এ চিত্র ভূমিধস জয়ের ইঙ্গিত। প্রেসিডেন্ট নির্বাচনে গত রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সিএনএন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। নিকারাগুয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে ছায়া প্রেসিডেন্ট বা সহযোগী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুরিলো। এবার তিনি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভোটের রায় অনুযায়ী, তার ওপর দেশের জনগণ সন্তুষ্ট। গত আগস্ট মাসে স্বামী-স্ত্রী নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন। সে সময় ওর্তেগা বলেন, এতদিন যাদের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে বেছে নিয়েছেন, তার মধ্যে তার স্ত্রী মুরিলোই উত্তম। বারবার নির্বাচনে জিতলেও ওর্তেগা ও তার স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক শাসন কায়েমের অভিযোগ রয়েছে। তা ছাড়া ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনেক পুরনো। নিকারাগুয়ার সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের আত্মীয়-স্বজন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না বলে উল্লেখ থাকলেও দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, ওর্তেগা ও মুরিলোর জন্য তা বাধার কারণ হতে পারে না। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।