Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন জনগণকে সঠিক তথ্য প্রদান করাটাই ছিল আমাদের মূল কাজ

উইকিলিকস সম্পাদক অ্যাসাঞ্জের বিবৃতি

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উইকিলিকস কেন ডেমোক্র্যাটির পার্টির গোপন ইমেইল ফাঁস করেছে, তার বিস্তারিত প্রকাশ করেছেন অ্যাসাঞ্জ। এক বিবৃতিতে তিনি বলেন, উইকিলিকস এমন একটি প্রতিষ্ঠান, যা সঠিক তথ্য গ্রহণ ও প্রকাশের অধিকারের নীতির ওপর প্রতিষ্ঠিত। আর ওই প্রতিষ্ঠানের কর্মী ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য আমার থেকেও অনেক অগ্রসর। আমাদের প্রতিষ্ঠান জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে ধারণ করে। এজন্যই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোন না কেন, মার্কিন জনগণকে সঠিক তথ্য প্রদান করাটাই ছিল আমাদের মূল কাজ। বিবৃতিতে অ্যাসাঞ্জ আরও দাবি করেন, মার্কিন নির্বাচন সম্পর্কিত নথি প্রকাশের সঙ্গে সেখানকার জনগণ ওতপ্রোতভাবে জড়িত। লাখ লাখ মার্কিনি উইকিলিকসের ওই প্রকাশনা পড়েছেন। অ্যাসাঞ্জ জানান, তাদের কাছে হিলারি শিবির ছাড়া অন্য কারও নির্বাচনি প্রচারণা সম্পর্কিত দলিল-পত্র নেই। তাই তারা অন্যদের প্রচারণার তথ্য প্রকাশ করতে পারেননি। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ও দলটির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা টিমের চেয়ারম্যানের ই-মেইল ফাঁস করে বেশ চাপের সম্মুখীন হয়েছিল বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস। গত মঙ্গলবার মার্কিন নির্বাচনে ভোট গ্রহণের দিন উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মার্কিন নির্বাচন নিয়ে নিজের অবস্থান জানান তিনি। বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন শিবিরের ইমেইল ফাঁসের কারণে গত কয়েকমাস ধরে তিনি এবং উইকিলিকস প্রচুর চাপের সম্মুখীন হয়েছেন। অ্যাসাঞ্জ দাবি করেন, ওবামা প্রশাসনসহ হিলারি শিবির এবং অনেক উদারনৈতিকরাও তাদের চাপ দিয়েছেন। উইকিলিকসের দায়বদ্ধতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে অ্যাসাঞ্জ বলেন, অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের মতোই উইকিলিকস তার অর্থদাতাদের কাছে দায়বদ্ধ। আর সেই অর্থদাতা হলেন আপনারা (সাধারণ মানুষ)। সাধারণ মানুষের অনুদান এবং বই বিক্রিই আমাদের অর্থের উৎস। এর ফলে নিজেদের মূলনীতির ভিত্তিতে স্বতন্ত্র এবং মুক্তভাবে আমরা কাজ করতে পারি। যা অন্যান্য সংবাদমাধ্যমের ক্ষেত্রে সম্ভব হয় না। তবে এর মানে এই নয় যে, আমাদের কাছে সিএনএন, এমএসএনবিসি বা হিলারি শিবিরের মতো বিশাল অর্থের উৎস রয়েছে। আর তা দিয়ে সব সমালোচনার জবাব দেয়াও সম্ভব নয়। যদি সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, তাহলে আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলতাম না। উইকিলিকস আগামীতেও ক্ষমতাশালীদের বিভিন্ন তথ্য জনগণের সামনে প্রকাশ করবে বলে অ্যাসাঞ্জ ওই বিবৃতিতে জানিয়েছেন। প্রসঙ্গত, উইকিলিকস এবার মার্কিন নির্বাচনের প্রচারণার শুরু থেকে বিপুল নথি ফাঁস করেছে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনের বিপুল পরিমাণ গোপন তথ্য ফাঁস করে তোলপাড় সৃষ্টি করে উইকিলিকস। মার্চ মাসে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ৩০ হাজারেরও বেশি ইমেইল ফাঁস করে উইকিলিকস। উইকিলিকস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন জনগণকে সঠিক তথ্য প্রদান করাটাই ছিল আমাদের মূল কাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ