Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য ব্যাটম্যান’-এর আয় ছাড়ালো ৫০ কোটি ডলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১১:৪৭ এএম

আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’। ‘ব্যাটম্যান’ চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। তার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। সিনেমাটি এখন পর্যন্ত ৫ কোটি ডলারেও বেশি আয় ঘরে তুলেছে।

বক্স অফিস মোজো অনুযায়ী, ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পায় ৪ মার্চ। ২০ কোটি ডলার খরচে নির্মিত সিনেমাটি আয় ইতোমধ্যে ৫০ কোটি ডলার ছাড়িয়েছে। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। সিনেমাটি যুক্তরাষ্ট্রে ২৫ কোটি এবং আন্তর্জাতিক বাজারে ২৫ কোটি ডলার আয় করেছে।

সম্প্রতি এক বিবৃতিতে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের চেয়ারম্যান টবি এমেরিক বলেছেন, ‘সারা বিশ্বের মানুষ সিনেমা হলে ব্যাটম্যান উপভোগ করছে। আমরা বেশ রোমাঞ্চিত।’

ব্যাটম্যান সিরিজের এই কিস্তিটি পরিচালনা করেছেন ম্যাট রিভস। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- জোয়ি ক্রাভিটজ, জেফরি রাইট, পল ড্যানোসহ আরও অনেকে।

‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি ২০২১ সালের জুনের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর মুক্তির তারিখ দুইবার পিছিয়ে যায়। অবশেষে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি লন্ডনে প্রিমিয়ার হয় এবং ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনের ভক্ত রয়েছে। প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করা এই তারকাকে নিয়ে অনেকেই হতাশ ছিলেন। ভক্তদের দাবি ছিল প্যাটিনসন সাফল্য পাবেন না। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানও এই চরিত্রে প্যাটিনসনকে নিয়ে মাঝে বেশ হতাশ বলে খবর আসে। তবে সব সমালোচনা ও বিশ্লেষণ থামিয়ে ‘দ্য ব্যাটম্যান’ দিয়ে দুনিয়া মাতিয়ে দিলেন ‘টুয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ