মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন নিষেধাজ্ঞার আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অজি প্রশাসন। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ‘রাশিয়ার ২০ শতাংশ অ্যালুমিনিয়ার চাহিদা অস্ট্রেলিয়া মেটায়।’ বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের সক্ষমতা কমাবে। -বিবিসি
এ নিয়ে রাশিয়ার ওপর ৪৭৬টি নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া। এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে। ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।