রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হায়দরগঞ্জ মডেল স্কুলে মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্ধারিত ফি এক হাজার ১২০ টাকা। অথচ বিদ্যালয়টি উন্নায়ন ফি বাবদ ৫ হাজার, কেন্দ্র ফি ১ হাজার ৩২৫ টাকা, জেনারেটর ফি ৭৫ টাকাসহ মোট ৬ হাজার ৪ টাকা আদায় করছে। ফলে গরিব অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার ফি নিয়ে হিমশিম খাচ্ছেন। সরেজমিন গত মঙ্গলবার দুপুরে গিয়ে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়। এ বছর কুমিল্লা বোর্ড ফরম পূরণে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য বোর্ড ফি নির্ধারণ এক হাজার ১২০ টাকা। বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ২৫০ টাকা। অন্যনা ফিসহ সর্বোচ্চ ১৮ টাকা করা হয়েছে। ওই বিদ্যালয় থেকে এ বছর ৫৫ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইতোমধ্যে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে ওই টাকা নিয়ে ফরম পূরণ করে। অর্থসঙ্কটের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব হয়নি। অভিভাবক আমির হোসেন জানান, তার মেয়ে হায়দরগঞ্জ মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। পাঁচ গুণ অতিরিক্ত ফি নির্ধারণ করায় তিনি এখনো ফরম পূরণের টাকা দিতে পারেননি। তার মেয়ের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর সাথে একাধিবার যোগাযোগ করে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের নিয়ম রয়েছে। তাছাড়াও সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে উন্নয়নসহ এ ফি আদায় করা হচ্ছে বলে স্বীকার করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, কোনো বিদ্যালয়েই সর্বোচ্চ ১৮শ’ টাকার বেশি নেয়ার নিয়ম নেই। এটা হোক প্রাইভেট বা সরকারি। সব বিদ্যালয়ের জন্যই একই নিয়ম রয়েছে। শিক্ষকদের বোর্ড ফির বাইরে কোনো অর্থ না নিতে বলা হয়েছে। এরপরও কোনো বিদ্যালয় অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্প নারী রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বোর্ড ফির বাইরে কারো জন্য আলাদা কোনো নিয়ম নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।