Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রাণবোঝাই ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১১:৪৯ এএম

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ রেডক্রসকে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে শুক্রবার ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে রওয়ানা হয়েছেন। ট্রাকে রয়েছে জামাকাপড়, বাচ্চাদের ন্যাপি (ডায়াপার) এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী। ‘চিপি লার্ডার’ নামে স্থানীয় একটি খাদ্য সহায়তা প্রকল্প এ সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ক্যামেরন গত দুই বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

ক্যামেরন এ ত্রাণ সহায়তার জন্য ‘পশ্চিম অক্সফোর্ডশায়ারের সংশ্লিষ্ট এলাকাবাসী তথা আরো সাধারণভাবে ব্রিটিশ জনগণের উদারতার’ প্রশংসা করেন।
এর আগে শুক্রবারই যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ব্রিটিশ জনগণের দেওয়া সহায়তার প্রশংসা করেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ