মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৯ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিয়ো বার্তা টুইটারে পোস্ট করে ৭৪ বছর বয়সী হলিউড নক্ষত্র তথা রাজনীতিক ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্নল্ড সোয়ার্ৎজেনেগার লিখেছেন, ‘আমি রাশিয়ার মানুষকে ভালবাসি। তাই আমি আপনাদের সামনে সত্যিটা তুলে ধরছি।’ বার্তার গোড়াতেও সে প্রসঙ্গ তুলে আর্নল্ড বলেছেন, ‘‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি। কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে, যা আপনাদের থেকে দূরে রাখা হচ্ছে। সেই ভয়াবহতা সম্পর্কে আপনাদের সচেতন হওয়া উচিত।’’
সেই ‘সত্যি’র কথা বলতে গিয়ে রুশ জনতা এবং সেনার উদ্দেশে ‘বডি বিল্ডিং’-এর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের মন্তব্য, ‘‘আমি জানি, আপনাদের বলা হয়েছে ইউক্রেনকে নাৎসি-মুক্ত করার উদ্দেশ্যেই এই যুদ্ধ। কিন্তু সেই কথায় কোনও সত্যতা নেই।’’ রাশিয়ার মানুষের প্রতি তাঁর ভালবাসার উদাহরণ দিতে গিয়ে আর্নল্ড জানিয়েছেন, ১৪ বছর বয়স থেকেই তাঁর ‘বিগ্রহ’ কিংবদন্তি রুশ ভারোত্তলক ইউরি ভ্লাসভ।
হলিউড অভিনেতা ইউক্রেন যুদ্ধে অংশ না নেওয়ার জন্য রুশ সেনাদের কাছে আবেদন জানালেন । ৯ মিনিটের কিছু বেশি সময়ের একটি ভিডিয়ো বার্তা তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ‘টারামিনেটর’ সিরিজের নায়ক। সেখানে তাঁর অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসত্য বলে যুদ্ধে নামিয়েছেন তাঁর সেনাবাহিনীকে। আর্নল্ডের কথায়, ‘‘ক্রেমলিনে যিনি বসে রয়েছেন, এটা তাঁর যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার আমজনতার কোনও সম্পর্ক নেই।’’
পাশাপাশি পুতিনের উদ্দেশে তিনি বলেছেন, ‘‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন! আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনিই এই যুদ্ধ বন্ধ করতে পারেন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।