বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২ নারী মারা গেছেন। এ সময় করোনায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবারও রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ১০৯ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটের দুজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫০ শতাংশ। নাটোরের একজনের নমুনা পরীক্ষা হলেও তাতে করোনা ধরা পড়েনি।
শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে ২ নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।