Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া ৫৫৬, পাকিস্তান মাত্র ১৪৮!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০১ এএম

প্রথম টেস্টে ব্যাটসম্যানদের রাজ। দ্বিতীয়টিতেও একই চিত্র, পার্থক্য কেবল দলে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান, করাচিতে অস্ট্রেলিয়া। তাতে যা মনে হচ্ছিল এই মরা উইকেটে আরেকটি নিষ্প্রাণ ড্র’ই হয়তো দেখতে যাচ্ছে পাকিস্তানবাসী। কিন্তু, গতকাল মধ্যদুপুরে আচমকা জমে উঠল করাচি টেস্ট। ফাস্ট বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনী পাকিস্তানকে নাস্তানাবুদ করে ‘মরা’ উইকেটের ম্যাচে প্রাণ ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। ১৪৮ রানে অলআউট পাকিস্তান। প্রথম ইনিংসে ৪০৮ রানের লিড পেয়েছে সফরকারীরা।
শেষ উইকেট জুটিতে অর্ধশতক যোগ করে তবে মায়া হয়েছিল অস্ট্রেলিয়ার। ৫৫৬ রানে ইনিংসের সমাপ্তি টানে তারা। প্রথম টেস্টে পাকিস্তানের দুই দিন ধরে রান জমানোর জবাব অস্ট্রেলিয়ান দুই ওপেনারই দিয়েছিলেন। পাকিস্তান করাচিতে সেটা করতে পারেনি। টেস্ট অভিষেকে প্রথমবার ফিল্ডিংয়ে নেমেই দাগ রাখলেন মিচেল সোয়েপসন। মধ্যাহ্নবিরতির আগে তার সরাসরি থ্রোতে রান আউট আবদুল্লাহ শফিক (১৩)।
বল হাতে অবশ্য সর্বোচ্চ পুরস্কারটাই পেয়েছেন এই লেগ স্পিনার। এক যুগ পর অস্ট্রেলিয়া দলে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে অভিষেক হয়েছে তার। আর তার প্রথম উইকেটই কিনা বাবর আজম। এর আগেই পাকিস্তানের সর্বনাশ হয়ে গেছে। বাবর (৩৬) আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে, দলকে ১১৮ রানে রেখে। ১০০ পেরোনোর আগেই তো ৭ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। আর এতে ভ‚মিকা রেখেছে অস্ট্রেলিয়ান পেসারদের অভিজ্ঞতা আর করাচির উইকেট।
প্রথম দিনের দ্বিতীয় সেশনেই রিভার্স সুইয়ের আভাস মিলেছে। কিন্তু পাকিস্তানের পেসারদের এর ফায়দা দুই দিনে তুলতে পারেননি। গতকাল প্রথম দেড় ঘণ্টায় অস্ট্রেলিয়ান দুই পেসার দারুণ বল করলেও দাগ কাটতে পারছিলেন না। নাথান লায়নকে মারতে গিয়ে ইমাম-উল-হকের (২০) বিদায় অস্ট্রেলিয়ার আশা জাগাল। বাদবাকিটা স্টার্ক ও কামিন্সের দক্ষতা এবং এ দুজনের রিভার্স সুইংকে কাজে লাগানোর মতো গতিই সেরে নিয়েছেন।
৭ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান। বিরতি থেকে ফিরেই একেরপর এক পাগলাটে আউটে দিশেহারা স্বাগতিক শিবির। শেষ দিনে শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী দর্শকদের কিছুটা আনন্দ দিয়েছেন। কামিন্সের এক ওভারে ছক্কা ও চার মেরে হতবুদ্ধ দর্শকদের উল্লাস করার সুযোগ দিয়েছেন আফ্রিদি। সোয়েপসনের বলে স্মিথ নোমানের একটি ক্যাচ মিস করেছেন। আর তাতেই দশম উইকেট জুটি থেকে সবচেয়ে বেশি রান (৩০) পাওয়ার মতো কিছু দেখাতে পেরেছে পাকিস্তান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ