নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চিটাগাং ভাইকিংস : ১৬১/৩ (২০.০ওভারে)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৩২/৮ ( ২০.০ওভারে)
ফল : চিটাগাং ভাইকিংস ২৯ রানে জয়ী।
শামীম চৌধুরী : শেষ ওভারে তাসকিনের ওপর চাবুকটা ভালোই চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম চার বলের চারটিতেই বাউন্ডারিÑটুয়েন্টি২০ ক্যারিয়ারে অভিষেক ম্যাচ উদযাপন করেছেন শান্ত ফিফটি ( ৫৪)। অধিনায়ক মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের দেড়দশক পূর্তির দিনে এর চেয়ে বেশিকিছু যে উপহার দিতে পারেন নি এই তরুন। খেলায় নিজেদের ইনিংসের মাঝপথেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আফগান অফ স্পিনার মোহাম্মদ নবীর বোলিংয়ে ( ৪/২৪) ছিন্ন ভিন্ন কুমিল্লাকে শেষ ৩০ বলে ৬৪ রানের কঠিন টার্গেটের মুখে ফেলে দিয়ে জয়ের আবহ পেয়েছে চিটাগাং ভাইকিংস, সেখান থেকে হারের ব্যবধান কেবল কমাতে পেরেছেন শান্ত। চ্যাম্পিয়নদের শুরু এবার হয়েছে বিপিএলে হার দিয়ে। তামীমের কৌশলের কাছে হেরেছে মাশরাফির দল ২৯ রানে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিজেকে ধরতে পারেন নি মেলে (০/৩৪)। টিমমেট বোলারদের কারো সাপোর্টও পান নি সেভাবে। গত আসরের সেরা ক্রিকেটার বাঁ হাতি স্পিনার আসহার জাইদি গতকাল ছন্দহীন বোলিং করেছেন ( ২ ওভারে ১৮ রান খরচা) ইনিংসের দ্বিতীয় বলে মাশরাফিকে কভার ড্রাইভে টি-২০ ব্যাটিং বিনোদনে উপভোগ্য উদ্বোধনী ম্যাচের আভাস দিয়েছিলেন তামীম। বৃহস্পতি তুঙ্গে থাকা তামীম পাকিস্তানি পেসার সোহেল তানভীরের দ্বিতীয় ওভারে হয়েছেন চড়াওÑওই ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি,তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে ছক্কা ! ইমাদ ওয়াসিমের বলে ২১ রানের মাথায় ডিপ কভারে নাহিদুলের হাতে বেঁচে যাওয়ার পর তামীমের ব্যাট জ্বলেছে আরো বেশি। ৩২ বলে ৬ চার ২ ছক্কায় টুয়েন্টি-২০ ক্যারিয়ারে ২১তম ফিফটিতে মাতিয়েছেন শের-ই-বাংলা স্টেডিয়াম। এনামুল বিজয়ের আত্মকেন্দ্রীক সিদ্ধান্তে ৫৪ রানে রান আউটে কাঁটা পড়ে বিরক্ত হয়েছিলেন। তবে দারুন শুরু এবং ২টি পার্টনারশিপের ( ১ম জুটির ৩৬, দ্বিতীয় জুটির ৪৪) পর চিটাগাং ভাইকিংসের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলাররা। অনিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৩০ বলে ৫৫ রান যোগ করতে পেরেছে চিটাগাং ভাইকিংস দলটির সবচেয়ে দামি ক্রিকেটার পাকিস্তানী অল রাউন্ডার শোয়েব মালিকের ২৮ বলে ৪৬ রানের ঝড়ো হার না মানা ইনিংসে। তাকে সাপোর্টটাও দিয়েছেন দারুন জহুরুল ইসলাম অমি (২১ বলে ২৯)। ৪১ বলে চতুর্থ উইকেট জুটির ৬০ রানের পার্টনারশিপেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে চিটাগাং ভাইকিংস ( ১৬১/৩)।
ডুয়াইন স্মিথের দ্বিতীয় ওভারে শর্ট বল ছেড়ে দিতে যেয়ে উইকেটের পেছনে ইমরুল কায়েস ক্যাচ দিয়ে এসে সেই যে ধাক্কা দিয়েছেন দলটির গায়েÑতা কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১ রানের মাথায় অবধারিত রান আউট থেকে বেঁচে যাওয়া স্যামুয়েলস রাজকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে, তার পরের বলে মিড উইকেটে ক্যাচ প্র্যাকটিসে নিজেকে করেছেন সোপর্দ ( ১৮ বলে ২৩)। ৩৬ থেকে ৭৭Ñএই ৪১ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার উপায় আর পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৮তম ওভারে মোহাম্মদ নবী আল আমিন জুনিয়র এবং সোহেল তানভীর ড্রেসিং রুমে ফিরে আসার সঙ্গে সঙ্গেই ম্যাচের চিত্রনাট্য হয়েছে শেষ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ নবীর বোলিংয়ে (৪/২৪) করেছে আত্মসমর্পণ ! শুরুতেই ওভারপ্রতি ৮.০৫ রানের ইনিংস চিটাগাং ভাইকিংসেরÑগতবার লো স্কোরিং ম্যাচের অপবাদ তো শুরুতেই ঘুঁচল এবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।