Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইকিলিকসের ই-মেইল সার্ভার হ্যাক্ড

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও বড় বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকিংয়ের ফলে উইকিলিকসের ই-মেইল সার্ভার কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুনরায় সার্ভার চালু হয়। গত সোমবার টুইটারে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন হিলারি ক্লিনটনের দল ডেমোক্র্যাটিক পার্টির আরো ৮ সহস্রাধিক ই-মেইল ফাঁসের কিছুক্ষণের মধ্যেই এ হ্যাকিংয়ের ঘটনা ঘটল। নিজেদের অফিসিয়াল টুইটারে উইকিলিকস ঘোষণা দেয়, ডিনসির ই-মেইল দ্বিতীয় কিস্তি ফাঁসের পর আমাদের ই-মেইল সার্ভার ডিওএস আক্রমণের শিকার হয়েছে। এর আরেকটি টুইটে সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কথা জানায় উইকিলিকস। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উইকিলিকসের ই-মেইল সার্ভার হ্যাক্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ