মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৌরিতানিয়ার রাজধানীতে শুক্রবার মালির একটি প্রতিনিধি দল মালির ভূখন্ডে বেশ কয়েকজন মৌরিতানিয়ার নাগরিকের গুম হওয়ার অভিযোগ নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। মৌরিতানিয়ার সরকার মালির ভূখন্ডে মৌরিতানীয়দের বিরুদ্ধে ‘অপরাধমূলক কাজ’ করার জন্য মালির বিরুদ্ধে অভিযোগ করার পরে প্রতিনিধিদলটির নুয়াকচুটেতে পৌঁছানোর কথা রয়েছে। ফরাসী এক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৌরিতানিয়ার সংসদ সদস্য মোহামেদ মাহমুদ ওউলদ হেনেনা জানিয়েছেন, তার দেশের অন্তত ১৫ জন মানুষ মালিতে নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মালির সেনাবাহিনী ওই হত্যাকান্ডের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়েছে। ৯ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালির সামরিক সরকার জানায়, মৌরিতানিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ‘মৌরিতানিয়ার নাগরিকদের হত্যার’ অভিযোগ করে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য ডাকা হয়। বিবৃতিতে মালির সেনাবাহিনী ওই হত্যাকান্ডের দায় অস্বীকার করেছে এবং ওই অপরাধের তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। পশ্চিম আফ্রিকা ব্লক ইকোওয়াস মালির সামরিক সরকার নির্বাচন বিলম্ব করার প্রতিক্রিয়ায় মালির উপর নিষেধাজ্ঞা আরোপের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করতে জানুয়ারি মাসে মালির কর্মকর্তারা মৌরিতানিয়া সফর করেন। মৌরিতানিয়া ইকোওয়াসের সদস্য নয় এবং তারা আরোপিত নিষেধাজ্ঞাগুলো সমর্থন করে না। গিনিসহ পশ্চিম আফ্রিকার এইদেশটি মালির জন্য বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র প্রবেশ পথ। মালির সেনাবাহিনীর বিরুদ্ধে মালির সেগু অঞ্চলে বেশ কয়েকজন ফুলানি গোষ্ঠীর লোকের ‘গুম’ করার অভিযোগ আনা হয়েছে।এবিষয়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত পরিচালনা করছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।