Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশকে সামরিক সরঞ্জাম দেবে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিনিময়ে রাশিয়াকে আধুনিক কৃষিযন্ত্রসহ আরো কিছু যন্ত্রপাতি দেবে বলে জানিয়েছে বেলারুশ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো এ ব্যাপারে একমত হয়েছেন বেলারুশিয়ান সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনে প্রতিবাদে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি স্থগিত ও সম্পদ বাজেয়াপ্তসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেছে দেশগুলো। এ সঙ্কট মোকাবেলার জন্য রাশিয়া ও বেলারুশ নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদার করছে। বৈঠকে দুই নেতা একে অপরকে সমর্থন করতে ঐক্যমত্যে পৌঁছেছেন। এছাড়াও চলমান সংকট সমাধানে দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের নেতারা আগামী সোমবার এক আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। এ বৈঠকে ইউক্রেন ইস্যুতে দেশ দুটির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন লুকাশেঙ্কোর প্রেস সেক্রেটারি নাটালিয়া ইসমন্ট। দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশকে সামরিক সরঞ্জাম দেবে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ