Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপুল সম্পদ নিয়ে দুশ্চিন্তায় রোমান আব্রামোভিচ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১১:২১ এএম

পশ্চিমারা রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে স্বাভাবিকভাবেই তোপের মুখে রয়েছেন রাশিয়ার ধনকুবেররা। বিশেষ করে পুতিনের ঘনিষ্ঠজনরা এ তালিকার রয়েছেন। যার মধ্যে শীর্ষে রয়েছেন রুশ ধনকুবের ও রাজনীতিবিদ রোমান আব্রামোভিচ। আসন্ন বিপদের শঙ্কা থেকে তাই তিনি লন্ডনে তার বিপুল সম্পদ বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। -বিবিসি, নিউজ ১৮

রাশিয়ার চলমান ইউক্রেন আক্রমণের জেরে অবশেষে একরকম বাধ্য হয়েই প্রিয় ক্লাব চেলসিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোমান আব্রামোভিচ। লন্ডনের সম্পত্তি বিক্রির তোড়জোর শুরু করেছেন ২০০ মিলিয়ন পাউন্ডে। এছাড়া যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সাড়ে ১২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে তার। চলমান যুদ্ধে পুতিনের এই ঘনিষ্ঠজন বেশে বিপাকে পড়েছেন তার সম্পদ নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ