Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সংস্করণেরই সাকিব!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২২ এএম

বয়স বাড়ছে, তিন সংস্করণ একই সঙ্গে চালিয়ে যাওয়া কতটা সম্ভব সেই প্রশ্ন গত কয়েক মাসে নিজেই বেশ কবার তুলেছেন সাকিব আল হাসান। আর ক্রিকেট উপভোগ না করায় এখন তো আছেন ছুটিতেই। তবুও বাঁহাতি এই অলরাউন্ডারকে তিন সংস্করণেই চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির জন্য ২১ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গতবারের মতো এবারও ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন চুক্তি করেছে বিসিবি।

তিন সংস্করণে সাকিবের সঙ্গে আছে গেলবারের চারজনই- মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন টেস্ট ও ওয়ানডেতে, টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতিতে গেছে তিনি। অন্যদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু এ সংস্করণেই। টেস্ট থেকে অবসর নেওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন বাকি দুই সংস্করণে। প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়। দুজনেই আছেন টেস্ট কোটায়। আগের বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারসহ পাঁচ ক্রিকেটার।
নিষেধাজ্ঞা কাটিয়ে গতবার কেন্দ্রীয় চুক্তিতে ফেরার পর এবার সাকিবের থেকে যাওয়াটাই স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে নানা নাটকীয়তা ও অনিশ্চয়তার পর সব ধরনের ক্রিকেট থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তার ছুটি পাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে তার কিছু মন্তব্যের জন্যই প্রশ্ন উঠছে।
দুবাই যাওয়ার আগে গত রোববার রাতে বিমানবন্দরে সাকিব জানান, নিজের শারীরিক ও মানসিক অবস্থা আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো উপযুক্ত মনে করেছেন না তিনি। এই মুহূর্তে নিজেকে তার মনে হচ্ছে ‘প্যাসেঞ্জার’। উপভোগ করতে পারছেন না ক্রিকেট। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ঠিক হবে না বলেই মনে করছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। এক প্রশ্নের জবাবে জানান, সাদা বলে পরপর দুটি বিশ্বকাপ থাকায় এই সময়টায় তিনি পুরো মনোযোগ দিতে চান সাদা বলে। এরপরও লাল বলের চুক্তিতে আছেন তিনি।



 

Show all comments
  • Naaz Islam ১১ মার্চ, ২০২২, ৫:৫২ এএম says : 0
    Now it's the time for full stop....
    Total Reply(0) Reply
  • Naaz Islam ১১ মার্চ, ২০২২, ৫:৫২ এএম says : 0
    Now it's the time for full stop....
    Total Reply(0) Reply
  • salman ১১ মার্চ, ২০২২, ৭:৩৭ এএম says : 0
    shakib k 1 day te rakha uchit, na hoi BAD deye dewa uchit. o akhon Taka lovi, aman aha mori kisu e khele na, new player chance dewa uchit.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন সংস্করণেরই সাকিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ