Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ মাশরাফির দেড় দশক

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ কিংবা জাতীয় লীগ না খেলেই সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাশরাফি বিন মর্তুজার আজ থেকে ঠিক ১৫ বছর আগে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত মাশরাফি বিন মর্তুজা সময়ের আবর্তে আজ দেড় দশক পালন করবেন। সময়ের পরিক্রমায় তিনিই হচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে লম্বা সময়ের ক্রিকেটার। ১৯৮৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আকরাম খান ১৪ বছর ১৮৭ দিস, ১৯৮৬ সালে অভিষিক্ত হওয়া মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৩ বছর ৬১ দিন। বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে তিন বছর নির্বাসনে না কাটালে আশরাফুলের ক্যারিয়ারটা ছাড়িয়ে যেতে পারতো মাশরাফিকে। এক সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু যাদের, তাদের কেউ নেই এখন আন্তর্জাতিক ক্রিকেটে। তার পরও বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ২৪ ম্যাচ জয়ী অধিনায়ক মাশরাফি ৩৩ বছরে দাঁড়িয়ে পাঁচ পাঁচবার হাঁটুর লিগামেন্ট অপারেশনের পর কিভাবে কাটিয়ে দিলেন ১৫ বছর, তা ভাবতে নিজেই বিস্মিত হয়ে যানÑ ‘এই মুহূর্তে খুব ভালো লাগছে। আমি কি করতে পেরেছি, সেই কারণে নয়। বাংলাদেশ দলের একজন সদস্য হিসেবে ১৫ বছর পার করলাম, এটাই আমার কাছে অনেক বড়।’
প্রথমবার হাঁটুর লিগামেন্টে অপারেশনে ১৬ মাস ক্রিকেটের বাইরে থাকায় ১৭টি ওয়ানডেতে ছিলেন দর্শক, দ্বিতীয় দফায় ১৫ মাস ইনজুরিতে ১৯ ওয়ানডে করেছেন মিস। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে পা পিছনে পড়ে যাওয়ায় টেস্ট ক্যারিয়ার থেমে গেছে সেখানেই। লম্বা ক্যারিয়ারে ইনজুরিই আফসোস বাড়াচ্ছে মাশরাফিকেÑ ‘ইনজুরি না থাকলে হয়ত আরও ভালো কিছু হতে পারত। পরিসংখ্যান আরও সমৃদ্ধ হতে পারত। তবে সেই আক্ষেপের চেয়েও ভালো লাগাটা বেশি যখন ভাবি, যে এত সমস্যার ভেতরও আমি খেলতে পেরেছি। সবার দোয়া ছিল।’ ক্রিকেট মাঠে সিরিয়াস মাশরাফি ক্রিকেটকে উপভোগের মন্ত্রেই এতোটা পথ পেরিয়েছেন বলে মনে করছেনÑ ‘ক্রিকেট খেলে যদি উপভোগ না করতাম, আনন্দ না পেতাম, তাহলে খেলতে পারতাম না। সিনিয়ররাও মানসিকভাবে অনেক সহায়তা করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ মাশরাফির দেড় দশক

৮ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ