Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবি’র নির্বাচনী মেজবান

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ভেতরের খাবার টেবিলগুলোয় বসার জায়গা হয়ে গেছে পরিপূর্ণ। বাইরে শত শত লোক অপেক্ষমাণ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান হাজির ঢাকায়। চট্টগ্রাম থেকে আনা বাবুর্চির নিজের হাতে রান্না করা গোশতের স্বাদ নিতে আমন্ত্রিত তিন হাজার অতিথির কথা বলা হলেও সংখ্যাটা ছাড়িয়ে গেছে প্রায় দ্বিগুণ। আমন্ত্রিতদের তালিকায় ক্রিকেট সংশ্লিষ্ট এবং সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিবর্গের কথা বলা হলেও বিসিবি’র মেজবানে ক্রিকেট সংশ্লিষ্টদের বাইরেও অসংখ্য মানুষ হাজির। ৩ বছর পেরিয়েছে বিসিবি’র নির্বাচিত কমিটি, পরবর্তী নির্বাচনের বাকি এখন ১০ মাস। তবে ৩৭ মাসের কর্মকাÐে বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় বিসিবি’র আয়োজন মেজবান রূপ নিয়েছে নির্বাচনী মেজবানে। মাশরাফিরা সবাই ছিলেন সামনের কাতারে, ছিলেন বিসিবি’র পরিচালনা পরিষদও। তবে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে এই তিন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য তুলে ধরা অনুষ্ঠানে বক্তা কেবলই বিসিবি সভাপতি। তার আমলে প্রতিটি কমিটির কর্মকাÐের সুফল বর্ণনা করেছেন তিনি। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনি গেম ডেভেলপম্যান্ট কমিটির সুদূরপ্রসারী পরিকল্পনা এবং বিসিবি’র গ্র্যাউন্ডস কমিটির বিস্তৃত পরিকল্পনা নিয়ে প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। এক ছাদের নিচে ক্রিকেট সংশ্লিষ্টদের দেখতে চেয়েছেন তিনি। তবে এই অনুষ্ঠানে চেনাজানা ক্রিকেট সংগঠকদের অনেককে যায়নি দেখা।
বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদকালে এই তিন বছরে ১৫টি টেস্টে ৪ জয়, ৬টিতে করেছে বাংলাদেশ ড্র। জিম্বাবুয়েকে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ে অন্য এক উচ্চতায় উঠেছে বাংলাদেশ দল। এই তিন বছরে ওয়ানডে’র সাফল্য ছাড়িয়ে গেছে অতীতের সব অর্জনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জয় দিয়ে শুরু এই নির্বাচিত বোর্ডের আমলে ৪৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ২৪টি। জিতেছে এই সময়ে বাংলাদেশ দল ৭টি সিরিজ। যার মধ্যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ (৩-০) ছাড়া ভারত এবং দ. আফ্রিকার মতো ক্রিকেট শক্তির বিপক্ষে ২-১এ সিরিজ জয়ের কৃতিত্ব আছে বাংলাদেশ দলের। টেস্ট, ওয়ানডের মতো সাফল্য না পেলেও টি-২০’র অর্জনও এই সময়ে বলার মতো। ৩২টি টি-২০ ম্যাচের ১১টিতে জিতেছে বাংলাদেশ বর্তমানের নির্বাচিত বোর্ডের সময়কালে। যার মধ্যে সর্বশেষ এশিয়া কাপে শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে জয়টা ছিল প্রশংসনীয়। মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠাও কম গর্বের নয়। আইসিসি’র বেঁধে দেয়া শর্ত পূরণ করে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ থেকে লাফিয়ে ৭ এ উঠে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা করেছে অর্জন। ১০ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিটই শুধু পায়নি বাংলাদেশ, ১০ জাতির ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার পথও করেছে বাংলাদেশ দল প্রশস্ত। যাদের আমলে এতটা সাফল্য, ঘটা করে মেজবান আয়োজনে নিজেদের সেই সাফল্যের জয়গান তো গাইবেই তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি’র নির্বাচনী মেজবান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ