Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে যুবদলের মিছিলে পুলিশের ধাওয়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৩:৩৫ পিএম

নগরীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পর মিছিল শুরু হলে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এসময় নেতাকর্মীরা দ্রুত সড়ক ছেড়ে যান। বৃহস্পতিবার একটার দিকে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের ধাওয়ায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে যুবদলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সমাবেশ শেষে হাবিবুন্নবী খান সোহেল বের হওয়ার সময় সড়কে শ’খানেক নেতাকর্মী তার আশপাশে অবস্থান নেয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হলে পুলিশ গিয়ে তাদের সরে যেতে বলে। সাময়িক উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় নেতাকর্মীরা দ্রুত সড়ক ছেড়ে চলে যান। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, হাবিবুন্নবী খান সোহেলকে নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বের হন। রাস্তায় নেতাকর্মীদের জটলা তৈরি হলে আমরা গিয়ে তাদের সরে যেতে বলি। পুলিশ দেখে নেতাকর্মীরা দৌড়ে বিভিন্নদিকে চলে যায়। নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হয়েছিল। সমাবেশ শেষে স্বাভাবিকভাবে বের হওয়ার পথে জটলা হয়েছিল। পুলিশের সঙ্গে আমাদের তেমন কিছুই হয়নি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ