মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মঙ্গলবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। ভারতের বাংলা ছবির নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী নারী দিবসে মুখ খুলেছেন। বলেছেন, নিজের অধিকার, স্বাধীন ইচ্ছের জন্য তাকেও লড়তে হয়!
তার কথা, ‘আমায় আজও সমাজের কাছে জবাব দিতে হয় মিমি কবে বিয়ে করবে?’ অভিনেত্রীর আক্ষেপ, তিনি তার পরিশ্রম এবং প্রতিভার জোরে জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছেন। তারপরও যেন সমাজে, সংসারে তার ভ‚মিকা বিয়ে আর সন্তানেই আবদ্ধ!
মিমি এও জানিয়েছেন, সামাজিক প্রতিষ্ঠানের প্রতি তার কোনও অশ্রদ্ধা নেই। কিন্তু দিনের শেষে তার জীবন তো তারই! নিজের লড়াই লড়তে লড়তেই বড় পর্দায় একের পর এক নানা স্বাদের চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি।
পাশাপাশি এও লক্ষ্য করেছেন, এ রকমই আরও আরও অজস্র প্রশ্ন নারীদের ঘিরে। অনেক ‘মিথ’ আজও তাদের বহন করতে হয়। সূত্র : এবিপি, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।