রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ বেলকুচিতে আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটি গঠনের লক্ষ্যে নিয়ম বহির্ভ‚ত মনোনয়নপত্র না দেয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
গত সোমবার দুপুরে বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি পর্ষদ গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা অনুযায়ী গত ৩ মার্চ থেকে ০৬ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের শেষ সময় হওয়ায় ৭ মার্চ প্রধানশিক্ষক মনোনয়নপত্র না দেয়ায় এ ঘটনা। এসময় ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে তারা স্কুলে বাউন্ডারী ওয়াল টপকিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ জানান, পরিচালনা পর্ষদ কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা অনুযায়ী গত ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দানের শেষ সময় ছিল। কিন্তু ৭ মার্চ আমার নিকট গাড়ামাী গ্রামের তোজাম সরকারের ছেলে ইব্রাহিম খলিল সৌরভ ওচালা উত্তর পারা আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম মমিনসহ ১০/১২ জন এসে আমার নিকট মনোনয়নপত্র চায়। নিয়ম বহির্ভ‚ত হওয়ায় আমি দিতে অস্বীকার করায় আমাকে লাঞ্ছিত করে। এসময় টেলিফোন, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে দেখে নেযার হুমকি দেয়। এ বিষয়ে সৌরভের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে বেলকুচি থানা ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।