Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিল তার সন্তানের দায়িত্ব নেননি-জনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

একসময়ের চলচ্চিত্র অভিনেত্রী সুমনা জনা ২০০২ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিল খানকে। ঐ বছর ‘হৃদয়ের বাঁশী’ নামে একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে জনার। সিনেমাটির নায়ক ছিলেন শাকিল খান। পরিচয় থেকে তাদের প্রেম হয় এবং ঐ বছরই তারা বিয়ে করেন। তবে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। সে সময় আরিয়ান খান নামে তাদের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে আরিয়ানের বয়স ১৮। জনা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে সন্তানসহ আমেরিকা প্রবাসী হন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। দেশে এসেই তিনি অভিযোগ করেন শাকিল খান তার সন্তানের দায়িত্ব নেননি। তিনি বলেন, ২০০৩ থেকে আরিয়ান আমার সঙ্গে আছে। ওর বয়স এখন ১৮। শাকিল প্রতিবেশীদের মতো মাঝেমধ্যে খবর নেয়। তবে শাকিল যখন বিয়ে করেননি তখন নিয়মিত খবর নিত। ওর বয়স যখন সাত-আট বছর তখন ঈদে আরিয়ানকে নিয়ে শপিংয়ে যেত। এরপর ২০১৮ সালেও এসেছিল। তখন ও বাবাকে ঠিকমত চেনেও না। ও যেতে চায়নি। সামনে আরিয়ান আমেরিকার সিটিজেন হয়ে যাবে। তখন ওর নাম বদলে হোসাইন হয়ে যাবে। অন্যদিকে শাকিল খান চলচ্চিত্র ছেড়ে দ্বিতীয় বিয়ে করে সংসারী হয়েছেন। তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে আছেন। চলচ্চিত্রে অভিনয় না করলেও সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে তাকে দেখা যায়। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। অন্যদিকে জনা ২০০৯ সালে জুবায়ের হোসেইনের সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন।



 

Show all comments
  • দুলাল ৮ মার্চ, ২০২২, ১২:৩৯ এএম says : 0
    এসব নিউজ না দেয়াই ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিল তার সন্তানের দায়িত্ব নেননি-জনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ