Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন দুই সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহতার মধ্যেই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর এক প্রেমিক জুটি বিয়ে করেছেন। দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি চেকপয়েন্ট থেকে বেশি দূরে নয়, যেখানে এমন ঘটনা ঘটল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যালেরি ও লেস্যা, দুজনেই বর-কনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা ছোট সেই অনুষ্ঠান পরিবেষ্টন করে রাখেন। ভিডিওতে লেস্যাকে ফুলের তোড়া ধরে রাখতে দেখা যায়। এছাড়া নববধূকে একটি সাদা ঘোমটা পরতে দেখা যায়। তিনি হাসছিলেন এবং ভ্যালেরির হাত ধরেন। বাকি সৈন্যরা নবদম্পতির উদ্দেশে একযোগে গান করেন এবং তাদের একজনকে ইউক্রেনের লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পল রনজাইমার নামে এক জার্মান সাংবাদিক। নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে মন্তব্য করছেন বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী। বিবিসি, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন দুই সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ