Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনের টিকা গাজা অঞ্চলে মহামারী মোকাবিলায় সক্ষম: ফিলিস্তিনি কর্মকর্তা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৫:০০ পিএম

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ওষুধ প্রশাসনের মহাপরিচালক আশরাফ রাশিম সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীনের টিকা গাজা অঞ্চলে মহামারী প্রতিরোধের চাপ প্রশমন করেছে।

দীর্ঘকাল ধরে সাহায্য ও সমর্থনের জন্য চীনের প্রতি গাজা বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি বলেন, চীনের টিকা স্থানীয় পুঁজি সমস্যার সমাধান করেছে। বর্তমানে গাজা অঞ্চলে মহামারী চতুর্থ দফার ঢেউ অতিক্রম করেছে।

টিকাদানের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংক্রমণের হার ও মৃত্যুর হার কমেছে। গাজা অঞ্চলে সহযোগিতা দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে চিকিত্সা খাতে চীনের সঙ্গে আরো বেশি সহযোগিতা চালাতে চায় ফিলিস্তিন।

উল্লেখ্য, ইরসাইলের উদ্যোগে অবরুদ্ধ গাজা অঞ্চলে ওষুধ ও পুঁজির অভাব হলো মহামারী মোকাবিলার সবচে বড় প্রতিবন্ধকতা। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি কর্মকর্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ