Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১০:৫৪ এএম

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশতম দিনে প্রবেশ করল রুশ অভিযান। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। -আল জাজিরা

ব্লিঙ্কেন জানান, ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের জন্য পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করার ব্যাপারে ‘সক্রিয়ভাবে কাজ করছে’ ওয়াশিংটন। ব্লিঙ্কেন বলেন, ‘টাইমলাইনের ব্যাপারে বলতে পারছি না, তবে এতোটুকু বলতে পারি যে, আমরা অত্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছি। আমরা এখন সক্রিয়ভাবে দেখছি যে বিমানগুলো ইউক্রেনকে পোল্যান্ড সরবরাহ করতে পারে কিনা এবং পোল্যান্ড যদি সেই বিমানগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে আমরা কীভাবে শূন্যস্থান পূরণ করতে পারব তা দেখছি।



 

Show all comments
  • jack ali ৭ মার্চ, ২০২২, ১২:২০ পিএম says : 0
    ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল>>> American barbarian cannot face Russian Barbarian
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ