মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ এমপিদের একটি প্রভাবশালী দল বলেছে, অনেক রাজনৈতিক ইসলামিক আন্দোলন ব্রিটেনের মূল্যবোধ ধারণ করে এবং তাদের মূল্যয়ন করা উচিত। তাদের প্রতিবেদনে ডেমোক্রেট ও লিবারেলদের মূল্যবোধ ধারণকারীদের বাহবা দিয়ে অন্যদের অসহিষ্ণু ও উগ্রবাদী দৃষ্টিভঙ্গীতে দেখার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতির সমালোচনা করা হয়। তারা মিশরের মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনেরও প্রবল সমালোচনা করেন। স্যার জন জেনকিনস সউদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত থাকাকালে রিপোর্টে বলেছিলেন, অন্য কোন রাষ্ট্র তাদের মদদ দিচ্ছে। পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্ট বলেন, আমরা রাজনৈতিক ইসলামের সম্প্রসারণের ব্যাপারে সজাগ থাকবো, তা ঠিক আছে। কিন্তু এ ধরনের সব আন্দোলনেকেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।