নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা! উত্তেজনা, রোমাঞ্চ, রংবদল- দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে অন্য রকম একটা পর্যায়ে নিয়ে যায় তো এসব অনুষঙ্গই। আজ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচে ছিল এসব অনুষঙ্গ। দুই দলের জন্যই উত্থান-পতনের সেই ম্যাচে অবশেষে ভারত ১০৭ রানের বড় ব্যবধানেই হারিয়েছে পাকিস্তানকে।
গতকাল নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত ৭ উইকেটে তোলে ২৪৪ রান। পাকিস্তান ৪৩ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে মাত্র ১৩৭ রান। ভারত আড়াই শর কাছাকাছি রান করতে পেরেছে অনেক উত্থান-পতনের পর। বেশ কয়েকবার রংবদল হয়েছে তাদের ইনিংসে। ৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি। কিন্তু হঠাৎই ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আবার পথহারা হয়ে যায় ভারতের ইনিংস। ১ উইকেটে ৯৬ রান থেকে তাদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১৪ রান। এখান থেকে ভারতকে জয়ের জন্য লড়াই করার পুঁজি এনে দেন পুজা বস্ত্রাকর ও স্নেহ রানা। সপ্তম উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ৯৭ বলে ১২২ রান।
দুজনের জুটি ভাঙে ৮ চারে ৫৯ বলে ৬৭ রান করে বস্ত্রাকর আউট হয়ে গেলে। রানা অবশ্য ৪ চারে ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন। দলকে ভালো সংগ্রহ এনে দেওয়া বস্ত্রাকর ও রানার জুটিতে একটি বিশ্ব রেকর্ডও হয়েছে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে ভারতেরও সর্বোচ্চ রানের সপ্তম উইকেট জুটি এটা। বস্ত্রাকর ও রানার অসাধারণ ব্যাটিংয়েই শেষ ১৬.৫ ওভারে ভারত ১৩০ রান তুলতে পেরেছে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ২৮ রানেই প্রথম উইকেট হারায় তারা। আসলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৩৭ রানে অলআউট হয়ে যায় বিসমাহ মারুফের দল। ভারতের পক্ষে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়। দুটি করে উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ও রানা। ব্যাট হাতে অর্ধশতক করার পর ২৭ রানে ২ উইকেট নিলেও ম্যাচসেরা হতে পারেননি রানা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বস্ত্রাকরের হাতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।