Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

র‌্যাগিং করলে কাউকে ছাড় নয়: যবিপ্রবি উপাচার্য

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৬:১৯ পিএম

র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোথাও আমার ছেলে-মেয়েকে কেউ র‌্যাগ দিলে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। র‌্যাগিংয়ের কোনো অভিযোগ এলে বিশ্ববিদ্যালয়ের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৬ মার্চ) দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ^বিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ কর্তৃক আয়োজিত ‘নবীন বরণ, কারিকুলাম বিতরণ এবং বিদায় অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে তোমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তোমরা নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে। আলোকিত মানুষ হিসেবে তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘বিশ^বিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না। এখন তোমরা এ বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই। এ বিশ^বিদ্যালয়ের সুনাম দিকে দিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমাদের স্কন্ধে। যেখানে যাবে, সেখানেই তোমাদের হাতের ছাপ, পায়ের ছাপ এবং মেধার ছাপ রেখে আসবে। মনে রাখবে, তোমাদের কর্মকান্ডে যেন আমাদের মাথা নোয়াতে না হয়।’

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদক-২০২২ প্রাপ্ত হওয়ায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে এফএমবি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল, কারিকুলাম দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এফএমবি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, এফএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, মো. আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী জাকিয়া জাহান সূচি ও রেজোয়ান বিশ্বাস। অনুষ্ঠানে বিভাগটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ