মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। শুক্রবার জুমার নামাজের সময় হওয়া ওই আত্মঘাতী বোমা হামলায় আরো ১৯৪ জন আহত হয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
এ বিষয়ে পুলিশ প্রধান হারুনুর রশিদ বলেন, পেশোয়ারের কিসা খোয়ানি বাজারের ওই শিয়া মসজিদে হামলার আগে ওই আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিয়েছিল পাকিস্তানি পুলিশ। কিন্তু, ওই আত্মঘাতী বোমা হামলাকারী জোর করে নিজের পথ তৈরি করে নেয় এবং মসজিদের মধ্যে প্রবেশ করে।
শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। এখন ওই হামলায় আহত ব্যক্তিদের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভিন্ন গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। এছাড়া আরো যে ১৯৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান এ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। নিহতদের জন্য তারা দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, এটা একটি উগ্রবাদী হামলা। তিনি এ আত্মঘাতী বোমা হামলার বিষয়ে তদন্তের আদেশ দিয়েছেন। সূত্র : ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।