Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিটন বাংলাদেশের টেস্ট চূড়ায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০১ এএম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। অন্যদিকে, ঘরের মাটিতে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। তবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত ওই টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি দুই কিউই টম ল্যাথাম ও হেনরি নিকোলস। ফলে তারা পিছিয়ে গেছেন আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে। আর তাদের এই অবনমনের সুযোগে লিটন দাস উঠে গেছেন ১২তম স্থানে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাটারের সেরা র‌্যাঙ্কিংয়ের রেকর্ড। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে আগের সেরা অবস্থান ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের পর তিনি উঠেছিলেন ১৪ নম্বরে। গতপরশু রাতে ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দুই ধাপ উন্নতি হয়েছে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট খেলা লিটনের। ক্যারিয়ারসেরা অবস্থানের পাশাপাশি ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। এই ডানহাতি তারকা ব্যাটারের পয়েন্ট ৬৮৩। টেস্টে ২০২১ সাল থেকে দুর্দান্ত ছন্দে থাকা লিটনের এবারের র‌্যাঙ্কিংয়ে এগোনোর পেছনে মূল ভূমিকা রেখেছেন ল্যাথাম ও নিকোলস। তিন ধাপ পিছিয়ে ল্যাথাম নেমে গেছেন ১৩ নম্বরে। ১৫তম অবস্থানে থাকা নিকোলসের অবনমন হয়েছে দুই ধাপ। মাঝের ১৪ নম্বর জায়গাটা দখল করেছেন ভারতের মায়াঙ্ক আগারওয়াল।
ক্যারিয়ারের প্রথম কয়েকটি বছরে সংগ্রামের পর গত বছরের শুরু থেকে টেস্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন লিটন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৯ টেস্টের ১৫ ইনিংসে ৫২.৬৬ গড়ে তিনি করেছেন ৭৯০ রান। দুই সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে রয়েছে ছয় হাফসেঞ্চুরি। এর আগে খেলা ২০ টেস্টের ৩৪ ইনিংসে একটিও সেঞ্চুরি ছিল না লিটনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিটন বাংলাদেশের টেস্ট চূড়ায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ