Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১০:১০ এএম

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই দিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৬২ হাজার।

দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। পরই রয়েছে রাশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও জার্মানি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৫ লাখের কোঠা। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাত শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৫৯৫ জনে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৭২৫ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৭২৫ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪১৯ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



 

Show all comments
  • shanto ৩ মার্চ, ২০২২, ১:৪৮ পিএম says : 0
    এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর প্রাণীর চাইতে বড় বড় মিথ্যুক ভন্ড প্রতারক সাধারণ মানুষের রক্ত শোষক অমানুষরা সর্ব নিম্ন পর্যায়ের নিকৃষ্ট। কারণ এই পৃথিবীর কোন একটি প্রাণী অন্যায় ভাবে অপর প্রাণীর কখনোই কোন ধরনের ক্ষতি করে না, তারা যা কিছুই করে তা শুধুমাত্র তাদের জীবন রক্ষার্থে করে। অথচ বড় বড় অমানুষরা লক্ষ কোটি মানুষের রক্ত শোষণ করে, হত্যা করে তাদের বড় বড় লোভ স্বার্থ পিচাশী মন কামনা পূর্ণ করার উদ্দেশ্যে। অথচ সাধারন জনগন এই পিচাশদের কে অন্ধ বিশ্বাস করে থাকে।তথাকথিত করোনা ভাইরাস নিয়ে যে অসংখ্য ধরনের মিথ্যা ভণ্ডামি পূর্ণ নাটক হচ্ছে তা বন্ধ করো। হে মানুষ আপনাদের মানবিক অধিকার, স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার পূর্বে তা রক্ষার্থে কার্যকর ভূমিকা পালন করুন। কারণ পৃথিবীর এক চরম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মিথ্যুক ভন্ড প্রতারক মানুষের রূপ ধারী পিচাশদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হোন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ