Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত ও বিচার ত্বরান্বিত করতে হবে

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীন হত্যা মামলার পুনঃতদন্ত এবং সকল সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। গতকাল (শনিবার) সকালে খুলনা মহানগরীর এশটি ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এ সব কথা বলেন। এমইউজে খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় স্মরণসভায় বক্তৃতা করেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপিসাধারণ সম্পাদক এড. শফিকুল আলম মনা, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি ও সদর থানা আ’লীগ সভাপতি এড. সাইফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, অধ্যক্ষ আলী আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা এটিএম রফিক, আহমদ আলী খান, মোঃ জাকির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মামুন রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রæয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রæয়ারি শাহাদাতবরণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত ও বিচার ত্বরান্বিত করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ