Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মেসির গোলে’ সিটিকে কোয়ার্টারে তুললেন গ্রিলিশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১৩ এএম

ক্যারিয়ারে প্রথম এফএ কাপে গোল পেলেন জ্যাক গ্রিলিশ। দলকে তুললেন কোয়ার্টার-ফাইনালে। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বললেন, লিওনেল মেসির গোলের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। গতপরশু রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পিটারবরো ইউনাইটেডকে ২-০ গোলে হারায় সিটি। রিয়াদ মাহরেজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ। দুটি গোলেরই অ্যাসিস্ট করেন ফিল ফোডেন।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে কষ্টার্জিত জয়ের দিনে ৬৭তম মিনিটে গ্রিলিশের করা গোলটি ছিল দেখার মতো। নিজেদের সীমানা থেকে তাকে উদ্দেশ্য করে উঁচু করে বল বাড়ান ফোডেন। অফসাইডের ফাঁদ এড়িয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে ইংল্যান্ডের সবচেয়ে দামি ফুটবলার ডি-বক্সে ডান পায়ে বল ধরে বাঁ পায়ের শটে গোলরক্ষকে পরাস্ত করে মেতে ওঠেন উল্লাসে। ম্যাচের পর আইটিভিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে গোলটির প্রসঙ্গে বলতে গিয়ে গ্রিলিশ উল্লেখ করেন টিম বাসে বসে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির গোলের ভিডিও দেখার কথা, ‘মজার বিষয় হলো, ম্যাচ খেলতে মাঠে আসার পথে বাসে আমি ফিলের (ফোডেন) পাশে বসেছিলাম এবং আমরা মেসির ভিডিওগুলো দেখছিলাম। গোল করার পর (ফোডেন) আমার কাছে এসে বলল যে গোলটা ঠিক তেমনই হলো যেমনটা আমরা দেখছিলাম।’ প্রতিযোগিতাটির ছয়বারের চ্যাম্পিয়ন সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘মেসির গোলে’ সিটিকে কোয়ার্টারে তুললেন গ্রিলিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ