Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুফনের ৬০০

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ১৯৯৫ সালের ১৯ নভেম্বর এসি মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সিরি এ তে অভিষেক হয় জিয়ানলুইজি বুফনের, পারমায় শুরুটা করেন তিনি মাত্র ১৭ বছর বয়সে। এরপর ২০০১ সালে যোগ দেন জুভেন্টাসে, যেখানে ৭টি সিরি এ শিরোপা জিতে ক্যারিয়ারকে করেছেন সাফল্যমÐিত। কয়েকদিন আগে লিঁওর বিপক্ষে ১-১ গোলে ড্র’র ম্যাচটি ছিল তার শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। রোববার আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা করছেন ইতালিয়ান বিশ্বকাপজয়ী।
শিয়েভো ভেরোনার বিপক্ষে যখন তিনি জুভেন্টাসের জার্সিতে মাঠে নামবেন, সেটা হবে তার ৬০০তম সিরি এ ম্যাচ খেলার অভিজ্ঞতা। ইতালিয়ান শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় চার নম্বরে ৩৮ বছর বয়সী বুফন। তার ওপরে আছেন ফ্রান্সেস্কো টট্টি (৬০৭), জাভিয়ের জানেত্তি (৬১৫) ও পাওলো মালদিনি (৬৪৭)। ২০০৬-০৭ মৌসুমে কালসিওপলি কেলেঙ্কারি না ঘটলে আরও ওপরে থাকতে পারতেন বুফন, কারণ ওই ঘটনায় পুরো এক মৌসুম সিরি বি খেলেন এ ইতালিয়ান গোলরক্ষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুফনের ৬০০

৭ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ