Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ : আহত ২৫

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৮:১১ পিএম

পিরোজপুরে সরকারের দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারনে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারনের মধ্যে পন্য সরবরাহের দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার (২ মার্চ) বিকালে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসাবে জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ করে পিরোজপুর জেলা বিএনপি

জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ওয়াহিদুজামান লাভলুসহ জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশটি আজ লুট-পাটের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। পুলিশ দিয়ে বিরোধীদের হয়রানী করা সহ তাদের ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়ে নি:ষ্কৃয় করতে চাচ্ছে। সারা দেশে আজ সরকারের বিরুদ্ধে সকলে ফুঁসে উঠেছে। বর্তমান সরকার ও সরকারী দলের নেতা-কর্মীরা ছাড়া দেশের কেউ আজ ভালো নেই।

জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসাবে বুধবার বিকালে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে আসা শত শত নেতা-কর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেয়। এ সময় পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে পুলিশের লাঠিপেটায় ২০-২৫ জন নেতা কর্মী আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ