Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ আহত ৩০

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ২:২৯ পিএম

যশোরের বাঘারপাড়ায় বাস উল্টে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। বুধবার (২ মার্চ) যশোর-মাগুরা সড়কের গাবতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনা ডুমুরিয়া এলাকার আল আমিন (২৮), ঢাকা মিরপুর এলাকার জুয়েল হোসেন (৩৬), একই এলাকার রাশেদ আলী (৩৬), জায়মা বেগম (৫৫), তার মা রহিমা বেগম, সাতক্ষীরা জেলার শ্যামনগর সাতক্ষীরা রেজাউল ইসলাম (৫৫), মাইন (১৪ মাস), যশোর কেশবপুরে সিয়াজিম হোসেন (২২) আব্দুল গফ্ফার (৪০) ইমদাদুল ইসলাম (২২), হামিদ আলী (৪৩), রবিউল ইসলাম (৪২), জুয়েল মৃধা (২৭), ঢাকা রাজারবাগ এলাকার রুপা সুলতানা, ককি (৯) ও জাহাঙ্গীর আলম।

বাসের যাত্রী ঢাকা মিরপুর ১০ এলাকার বাসিন্ধা আলাউদ্দিনের ছেলে জুয়েল হোসেন বলেন, রাতে ঢাকা থেকে মামুন পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মাগুরার আড়পাড়া ব্রিজ পার হয়ে মাইল খানিক পর গাবতলা নাম স্থানে বাসটি পৌছায়। এসময় বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পড়ে। ফলে বাসের যাত্রী থাকা ৩০ জনের মতো আহত হয়। আহতদের অনেককে যশোর জেনারেল হাসপাতালে ও বাকীদের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জররি বিভাগের ডাক্তার আহম্মেদ তাকে শামস বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করেছি। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ