মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর। তিনি বলেছেন, এই যুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে। আইসিসি প্রসিকিউটর করিম এ এ খান সোমবার বলেন, এই তদন্তে ইউক্রেনের যেকোনও এলাকায় যুদ্ধরত যেকোনও পক্ষের সংঘটিত অপরাধ খতিয়ে দেখা হবে। তিনি জানান, তার কার্যালয় যত দ্রুত সম্ভব এই তদন্ত শুরু করবে। রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই তদন্ত শুরুর সিদ্ধান্ত এসেছে। করিম এ এ খান এক বিবৃতিতে বলেন, ‘আমি আশ্বস্ত যে ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ উভয়ই ঘটেছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে।’ ২০০২ সালে প্রতিষ্ঠিত হেগ ভিত্তিক আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত এবং বিচার করে থাকে। গত সপ্তাহে করিম এ এ খান যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেন, ইউক্রেনে কার্যক্রম চালানোর ক্ষমতা তার কার্যালয়ে রয়েছে। কারণ ২০১৫ সালে ইউক্রেন সরকার আইসিসি’কে স্বীকৃতি দেয়। যদিও এই আদালত প্রতিষ্ঠা হয় যে রোম চুক্তির মাধ্যমে সেই চুক্তিকে প্রাথমিকভাবে সই করেনি ইউক্রেন। সোমবার এক বিবৃতিতে করিম খান বলেন, ‘আমি ইউক্রেনের মাটিতে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো এবং আবারও ধৈর্য্য ধারণ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি।’ আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।