মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী পরিবারের সদস্যদের আয়ে পরিচালিত মেক্সিকোর পরিবারগুলো আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরাজয় কামনা করে প্রার্থনা করছে। গত শনিবার বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দুই দশকের বেশি সময় ধরে মেক্সিকোর গ্রামীণ অর্থনীতি যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো অর্থের উপর অনেকাংশে নির্ভরশীল। এমনই একজন মেক্সিকোর ছোট্ট পাহাড়ী শহর মোকাকসেকের বাসিন্দা ৬৫ বছর বয়সী আলিসিয়া ভিয়া। ভিয়ার মেয়ে ক্যালিফোর্নিয়ায় গৃহ পরিচ্ছন্নতাকর্মী। গত ১২ বছর ধরে মেয়ের আয়েই ভিয়ার পরিবার প্রতিপালিত হচ্ছে। শহরের একটি গির্জায় বসে রয়টার্সকে ভিয়া বলেন, আমি একজন ক্যাথেলিক এবং আমি ঈশ্বরের কাছে তার পরাজয় কামনা করেছি। ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে যেসব অভিবাসীদের কাগজপত্র নেই তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। অথচ আমাদের প্রয়োজন মেটাতে তাদের সেখানে থাকতে পারা সত্যিই খুব জরুরি। গির্জাটির দেওয়ালে খচিত একটি ফলকে অভিবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।