মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন সন্তানকে গুলি করার পর আত্মহত্যা করেছেন এক বাবা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সোমবার একটি গির্জায় তার তিন সন্তানকে গুলি করে হত্যা করেন। এরপর সেই একই বন্দুকের গুলিতে নিজেও আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। তার সঙ্গে হামলা চালানো ব্যক্তির কী সম্পর্ক তা এখনও পরিষ্কার নয়। ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্টো শহরের ওই ঘটনাকে পারিবারিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে। নিহত তিন শিশুর বয়স ১৫ বছরের কম বলে জানিয়েছেন স্যাকরামেন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, বিকেল ৫টা ৭ মিনিটে গির্জার ভেতরে গুলির ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে ফোনকল আসে। আমরা জানতে পারি যে, এক বাবা ১৫ বছরের কম বয়সী তার তিন সন্তানকে গুলি করে হত্যা করেছেন। পুলিশ বলছে, ওই ব্যক্তি নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং এতে অন্য কেউ জড়িত নয় বলেই প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এক কর্মকর্তা বলেন, এটা পারিবারিক সহিংসতা সম্পর্কিত একটি ঘটনা। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।