Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবৃদ্ধি অব্যাহত রেখে চীন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম : কিয়াং

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, চীন তার প্রবৃদ্ধি অব্যাহত রাখবে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে। লি বলেন, বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। চীন দেশে ও বিদেশে শ্লথ প্রবৃদ্ধির মধ্যে খাপ খাইয়ে নেয়ার জন্য তার অর্থনীতিতে পুনঃ ভারসাম্যকরণের চেষ্টা করছে। তবে নীতিনির্ধারকরা অভ্যন্তরীণভাবে আবাসিক ব্যয় কমিয়ে ও ঋণের ধাপ বৃদ্ধির মতো বিষয়গুলোকে একটি সীমাবদ্ধতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লি বলেন, চীন এখন সরবরাহ খাতে অবকাঠামোগত পুনর্গঠনের দিকে যাচ্ছে, একই সাথে অভ্যন্তরীণ অর্থনীতির চাহিদা যথাযথভাবে পূরণ করে যাচ্ছে। এ ছাড়া অর্থনৈতিক পুনর্গঠন ও একে আরও উদার করাও নতুন নতুন ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়াবে বলে তিনি উল্লেখ করেন। গত মাসে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, চীন তৃতীয়বারের মতো ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে। সরকারি ব্যয় বৃদ্ধি ও রপ্তানি কম হওয়া সত্ত্বেও দেশটি এর প্রবৃদ্ধির হার বজায় রাখতে পেরেছে। লি বলেন, চীন মাঝারি-উচ্চ মানের প্রবৃদ্ধি বজায় রাখতে পুরোপুরি আত্মবিশ^াসী। রিগায় এক সরকারি সফরকালে তিনি আরও বলেন, চীনের লক্ষ্য হচ্ছে রক্ষণাত্মক আর্থিক নীতি ও দূরদর্শী মুদ্রা নীতি এবং চীন সামষ্টিক অর্থনীতির আরও নতুন নতুন দ্বার উন্মোচন করতে চায়। চীনা প্রধানমন্ত্রী বলেন, চীনের বাজার বিস্তৃত হলে বিশে^র বিভিন্ন দেশের কোম্পানিগুলোও লাভবান হবে। চীনের বাজারে প্রবেশে পশ্চিমা কোম্পানিগুলোর জন্য অনেক বিধিনিষেধ রয়েছেÑ এমন সমালোচনার জবাব দিতে গিয়ে লি এসব মন্তব্য করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবৃদ্ধি অব্যাহত রেখে চীন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম : কিয়াং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ