Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজ

উৎকণ্ঠায় ২৯ নাবিক ও তাদের স্বজনেরা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ইউক্রেনের বন্দরে যুদ্ধে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি কবে নাগাদ ওই বন্দর ত্যাগ করতে পারবে তা এখন অনিশ্চিত। গতকাল সোমবারও এ বিষয়ে কোন সুখবর দিতে পারেননি বিএসসির কর্মকর্তারা। তারা বলছেন, জাহাজটি অলিভিয়া বন্দরে নিরাপদ জোনেই রয়েছে। পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। পানি এবং জ্বালানি তেলও পাওয়া যাচ্ছে। তবে কবে নাগাদ সে দেশের বন্দর কর্তৃপক্ষ ছাড়পত্র দেবে তা এখনও অনিশ্চিত।
বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত বলেন, সার্বক্ষণিক নাবিকদের সাথে যোগাযোগ রয়েছে। তারা মোটামুটি নিরাপদেই আছেন। তবে যতক্ষণ পর্যন্ত ইউক্রেনের বন্দর ত্যাগ করে নিরাপদে আসা যাবেনা ততক্ষণ পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই যায়। তিনি আশাবাদী নাবিকরা নিরাপদেই দেশে ফিরতে পারবেন।
এদিকে যুদ্ধে আটকে পড়া জাহাজের ২৯ জন নাবিক চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছেন। দেশে তাদের স্বজনরাও আছেন উৎকণ্ঠায়। তবে নিয়মিতই তাদের সাথে যোগাযোগ হচ্ছে। গত ২২ ফেব্রæয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছে। ইতালির জন্য সিরামিক তৈরির কাঁচামাল বোঝাই করে ২২ তারিখ জাহাজটি বন্দর ত্যাগের কথা ছিল। কিন্তু ওই বন্দর কর্তৃপক্ষের পাইলট না পাওয়ায় জাহাজটি বন্দর ত্যাগ করতে পারেনি। ৬০ নটিক্যাল মাইলের একটি চ্যানেল পাড়ি দিয়ে বলিভিয়া বন্দরে যাতায়াত করতে হয়। যে পথে বিদেশী জাহাজকে বলিভিয়া বন্দর কর্তৃপক্ষের পাইলটই পরিচালনা করেন। জাহাজের ক্যাপ্টেনের পক্ষে এই পথ পাড়ি দেয়া সম্ভব হয় না।
২৩ ফেব্রæয়ারি ভোর থেকে যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি আর বন্দরের বাইরে আসতে পারেনি। এই অবস্থায় জাহাজটি বন্দরে অন্যান্য জাহাজের সাথে আটকা পড়ে রয়েছে। বিএসসির বাল্ক কার্গোবাহী জাহাজটি গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে সুয়েজ খাল হয়ে ১৪ ফেব্রæয়ারি তুরস্কের এরগলি বন্দরে পৌঁছে। ওখান থেকে জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে গিয়ে আটকা পড়ে।
বন্দর সংলগ্ন সাগরের চারপাশে যুদ্ধজাহাজের ছড়াছড়ি। এ অবস্থায় এমভি বাংলার সমৃদ্ধিকে বের করে আনা আদৌ সম্ভব নয়। ইউক্রেন রাশিয়া পরিস্থিতির উন্নতি না হলে ওই এলাকা দিয়ে জাহাজ বের করে আনা সম্ভব হবে না। এর ফলে ঠিক কতদিনের জন্য এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনে আটকা পড়লো তাও অনিশ্চিত বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশি ওই জাহাজ ছাড়াও অন্যান্য দেশের আরও অনেক জাহাজ সে বন্দরে আটকা পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব জাহাজ নিরাপদে সরিয়ে নেয়ার পন্থা বের করার চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ